Lady Dehlovi Girls High School

লেডী দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়

LADY DEHLOVI GIRLS HIGH SCHOOL

আলীম পাড়া, চাঁদপুর সদর, চাঁদপুর

ই আই আই এনঃ ১০৩৫০১

মোবাঃ 01309-103501

স্থাপিতঃ ১৯৪১ ইং

unnamed

প্রতিষ্ঠানের তথ্যবলী

🏫লেডী দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়

  • প্রতিষ্ঠাকাল: ১লা জুন ১৯৪১ ইং
  • অবস্থান:  আলিম পাড়া, চাঁদপুর সদর, চাঁদপুর।
  • প্রতিষ্ঠাতা: জনাব এস কে দেহলভী
  • বিদ্যালয়ের ধরণ: মাধ্যমিক (ষষ্ঠ থেকে দশম শ্রেণি)
  • MPO অন্তর্ভুক্তি: হ্যাঁ
  • স্বীকৃতি প্রাপ্ত: ০১/০৭/১৯৬১ইং
  • মেইল: ladydehlovigirlsschool@gmail.com
  • ফোন: 01712205813

🔹 একাডেমিক বিভাগসমূহ

📃  বিদ্যালয়টিতে বর্তমানে তিনটি প্রধান বিভাগে পাঠদান করা হয়:

  • বিজ্ঞান বিভাগ: আধুনিক বিজ্ঞান ল্যাব, অভিজ্ঞ শিক্ষক এবং পর্যাপ্ত যন্ত্রপাতির মাধ্যমে শিক্ষার্থীরা হাতে-কলমে শিক্ষা গ্রহণের সুযোগ পায়।

  • মানবিক বিভাগ: ইতিহাস, ভূগোল, অর্থনীতি, সমাজবিজ্ঞান ইত্যাদি বিষয়ে মানসম্পন্ন পাঠদান করা হয়।

  • ব্যবসায় শিক্ষা বিভাগ: হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, ফাইন্যান্সসহ প্রয়োজনীয় বিষয়াদি আধুনিক পদ্ধতিতে শেখানো হয়।

🔹 একাডেমিক তথ্য

  • ভর্তি তথ্য :  প্রতিবছর সরকারি নির্দেশনা অনুযায়ী ডিসেম্বর মাসে ভর্তি কার্যক্রম শুরু হয় এবং জানুয়ারি মাসে ভর্তি কার্যক্রম শেষ, বই বিতরণ, ক্লাস শুরু।
  • ছাত্রছাত্রীদের আসন সংখ্যা :  শ্রেণি অনুযায়ী প্রতি বিভাগে ৫৫ জন।
  • ড্রেস কোড  :  এ্যাশ কালার গোল ছাটের কামিজ, সাদা সেলোয়ার, সাদা ক্রস বেল্ট এবং এ্যাশ কালার বেল্ট, সাদা স্কার্ফ এবং সাদা স্কুল/ পিটি শো।
  • পাঠ্যসূচি : মাউশির নির্দেশনা অনুযায়ী বাৎসরিক সিলেবাস প্রণয়ন করা হয়। 
  • ক্লাস রুটিন:  বিষয় ভিত্তিক শিক্ষক অগ্রাধিকার ভিত্তিতে তৈরী করা হয়।
  • পরীক্ষার : 
        • সাপ্তাহিক বা মাসিক পরীক্ষা (যা শক্ষার্থীদের পাঠোন্নতির জন্য নেয়া হয়)
        • মিডটার্ম-১ : অর্ধ বার্ষিক
        • মিডটার্ম-২ : বার্ষিক
  • যাতায়াত সুবিধা  : 
        •   চাঁদপুর ছায়াবাণী মোড় থেকে ৩০০ মিটার দক্ষিণে হাজী মহসিন রোডে ডিএন স্কুল সংলগ্ন পূর্ব দিকে বিদ্যালয় রোড।
        •  নতুন বাজার থেকে ২৩০ মিটার উত্তরে হাজী মহসিন রোডে ডিএন স্কুল সংলগ্ন পূর্ব দিকে বিদ্যালয় রোড।

🔹 শিক্ষকবৃন্দ ও MPO সুবিধা

  • বিদ্যালয়ের শিক্ষকরা সকলেই সুশিক্ষিত ও প্রশিক্ষিত। অধিকাংশ শিক্ষক সরকারি Monthly Pay Order (MPO) সুবিধার আওতায় রয়েছেন, যা তাঁদের আর্থিক নিরাপত্তা ও পাঠদানে উৎসাহ দেয়। এর ফলে শিক্ষা কার্যক্রমে একটি পেশাদার পরিবেশ গড়ে উঠেছে

🔹 অবকাঠামো ও সুযোগ-সুবিধা

📃 বিদ্যালয়টির অবকাঠামো ধারাবাহিক উন্নতির মধ্য দিয়ে যাচ্ছে। বর্তমানে রয়েছে:

  • সুনির্মিত একাধিক শ্রেণিকক্ষ

  • বিজ্ঞানাগার (ল্যাবরেটরি)

  • কম্পিউটার ল্যাব

  • লাইব্রেরি

  • খেলার মাঠ

  • ছাত্রীদের জন্য স্বাস্থ্যকর স্যানিটেশন ব্যবস্থা

🔹 সহ-শিক্ষা কার্যক্রম

📃 শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক বিকাশে বিদ্যালয়ে বিভিন্ন সহ-শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়:

  • বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

  • বিতর্ক ও রচনা প্রতিযোগিতা

  • বিজ্ঞান মেলা

  • ধর্মীয় ও জাতীয় দিবস পালন

  • স্কাউটিং ও সাংস্কৃতিক অনুষ্ঠান

🔹 সাফল্য ও গর্ব

  • বিদ্যালয়টির শিক্ষার্থীরা প্রতি বছর কুমিল্লা বোর্ডের পাবলিক পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করে থাকে। অনেক প্রাক্তন শিক্ষার্থী উচ্চশিক্ষা ও বিভিন্ন পেশায় সফলতার সঙ্গে কর্মরত রয়েছেন। বিদ্যালয়টি এভাবেই একটি শিক্ষানুরাগী ও সুশৃঙ্খল সমাজ গঠনে অবদান রেখে চলেছে।

🔹 ভবিষ্যৎ লক্ষ্য ও পরিকল্পনা

📃 বিদ্যালয়টির ভবিষ্যৎ লক্ষ্য হচ্ছে:

  • ডিজিটাল ক্লাসরুম চালু করা

  • ICT ভিত্তিক শিক্ষা সম্প্রসারণ

  • একটি পূর্ণাঙ্গ কলেজ শাখা চালু করা

  • শিক্ষক প্রশিক্ষণ উন্নয়ন কর্মসূচি চালু রাখা

  • আরও আধুনিক অবকাঠামো নির্মাণ

Scroll to Top